ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রথমেই উত্তরটা দিয়ে ফেলি, হ্যাঁ, এক অর্থে ফেসবুক ‘রিচ কমিয়ে দেয়’। এবার আসি ব্যাখ্যায়। ফেসবুক প্রতিনিয়ত অ্যালগরিদম পরিবর্তন করে এবং নিয়ে আসে নিত্যনতুন ফিচার। ফেসবুকের এসব পরিবর্তন অনেক ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হয় না। এখানে দুটি প্রশ্ন সামনে আসে। এক. ফেসবুক অ্যালগরিদম কী? দুই. কোন পোস্ট কত রিচ হবে (ফ্রেন্ড-ফলোয়ারের ফিডে পৌঁছাবে), তা এই অ্যালগরিদম কীভাবে নির্ধারণ করে?
ফেসবুকের অ্যালগরিদম যেভাবে কাজ করে
ফ্রেন্ড-ফলোয়ারদের ফিডে একটি পোস্ট কতটুকু রিচ করবে, ফেসবুক তা নির্ধারণ করে চারটি প্রক্রিয়ায়। ফেসবুকের ভাষায় যাকে বলে কনটেন্ট বা পোস্ট র্যাংকিং। প্রক্রিয়া চারটি হলো—
১. কনটেন্টের উৎস: ফেসবুক দেখে, কনটেন্টটি ব্যক্তির নিজের তৈরি কি না এবং কনটেন্টটির প্রকৃত উৎস কী? ফেসবুক আপনার ফিডে সেসব পোস্টই দেখায়, যেসব পোস্ট শেয়ার করেন আপনার ফেসবুক ফ্রেন্ড কিংবা যাঁদের আপনি ফলো করেন। পাশাপাশি আপনি যেসব পেজ ফলো করেন, সাধারণত সেসব কনটেন্টই আপনার ফিডে বেশি দেখতে পান।
২. কনটেন্টের ধরন: কনটেন্টটি লাইভ, ভিডিও, ছবি নাকি স্ট্যাটাস? আপনি যে ধরনের কনটেন্ট বেশি দেখেন বা ইন্টার্যাক্ট করেন (লাইক, কমেন্ট, শেয়ার), ওই ধরনের পোস্ট আপনার ফিডে বেশি দেখায় ফেসবুক। আপনি যদি ভিডিও বেশি দেখেন, ফেসবুক আপনার ফিডে বেশি বেশি ভিডিও দেখাবে, যদি ছবি বেশি দেখেন, তাহলে ছবি।
প্রথমেই উত্তরটা দিয়ে ফেলি, হ্যাঁ, এক অর্থে ফেসবুক ‘রিচ কমিয়ে দেয়’। এবার আসি ব্যাখ্যায়। ফেসবুক প্রতিনিয়ত অ্যালগরিদম পরিবর্তন করে এবং নিয়ে আসে নিত্যনতুন ফিচার। ফেসবুকের এসব পরিবর্তন অনেক ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হয় না। এখানে দুটি প্রশ্ন সামনে আসে। এক. ফেসবুক অ্যালগরিদম কী? দুই. কোন পোস্ট কত রিচ হবে (ফ্রেন্ড-ফলোয়ারের ফিডে পৌঁছাবে), তা এই অ্যালগরিদম কীভাবে নির্ধারণ করে?
ফেসবুকের অ্যালগরিদম যেভাবে কাজ করে
ফ্রেন্ড-ফলোয়ারদের ফিডে একটি পোস্ট কতটুকু রিচ করবে, ফেসবুক তা নির্ধারণ করে চারটি প্রক্রিয়ায়। ফেসবুকের ভাষায় যাকে বলে কনটেন্ট বা পোস্ট র্যাংকিং। প্রক্রিয়া চারটি হলো—
১. কনটেন্টের উৎস: ফেসবুক দেখে, কনটেন্টটি ব্যক্তির নিজের তৈরি কি না এবং কনটেন্টটির প্রকৃত উৎস কী? ফেসবুক আপনার ফিডে সেসব পোস্টই দেখায়, যেসব পোস্ট শেয়ার করেন আপনার ফেসবুক ফ্রেন্ড কিংবা যাঁদের আপনি ফলো করেন। পাশাপাশি আপনি যেসব পেজ ফলো করেন, সাধারণত সেসব কনটেন্টই আপনার ফিডে বেশি দেখতে পান।
২. কনটেন্টের ধরন: কনটেন্টটি লাইভ, ভিডিও, ছবি নাকি স্ট্যাটাস? আপনি যে ধরনের কনটেন্ট বেশি দেখেন বা ইন্টার্যাক্ট করেন (লাইক, কমেন্ট, শেয়ার), ওই ধরনের পোস্ট আপনার ফিডে বেশি দেখায় ফেসবুক। আপনি যদি ভিডিও বেশি দেখেন, ফেসবুক আপনার ফিডে বেশি বেশি ভিডিও দেখাবে, যদি ছবি বেশি দেখেন, তাহলে ছবি।
আপনার মতামত লিখুন :