বরগুনায় সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ক্যাম্পাস প্রতিবেদক: সারা দেশে ধর্ষণের মতো ঘটনার বিরুদ্ধে বরগুনায় কলেজর শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
সোমবার (২৪ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বরগুনা সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বরগুনা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।এ সময় শিক্ষার্থীদের ধর্ষণ, শ্লীলতাহানি ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে নানা শ্লোগান দিতে দেখা যায়। প্রতিবাদ সমাবেশে নারী নিপীড়ন প্রতিরোধ সেল গঠন ও সংগঠনটির সক্রিয় করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা এ প্রতিবেদককে জানায়, ধর্ষণের বিরুদ্ধে আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। বিচারের জন্য আজকে কেন আমাদের দাঁড়াতে হবে? কেনই বা দেশে বিচারহীনতার সংস্কৃতি দিনদিন বেড়ে চলেছে।আইনশৃঙ্খলা অবনতির কারণে আজকে সারাদেশে নারীদের শ্লীলতাহানি, নারী নির্যাতন সহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেনা। এ ব্যর্থের দায় সরকারকেই নিতে হবে।
তারা জানান, মহামারির মত ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নারীকে পণ্য বানানো যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। সর্বত্র নারীদের মর্যাদার জীবন নিশ্চিত করতে হবে।
এসময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ধর্ষকদের গ্রেফতার করে আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।এছাড়া নিরাপত্তা বাহিনী নীরব ভূমিকা থেকে উত্তরন করে আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে কঠোর হতে আহবান জানান।