সিলেট | বঙ্গাব্দ

বিয়ের পর প্রেমের গল্প শোনালেন মেহজাবীন

  • প্রকাশের তারিখ : 24-ফেব্রুয়ারি-2025 ইং
বিয়ের পর প্রেমের গল্প শোনালেন মেহজাবীন ছবির ক্যাপশন: বিয়ের পর প্রেমের গল্প শোনালেন মেহজাবীন

প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের দেড় সপ্তাহ পর আজ দুপুরে ছবি প্রকাশ করলেন তিনি। পাঁচটি ছবি প্রকাশ আবেগঘন ফেসবুক পোস্টে মেহজাবীন লিখেছেন তাঁদের প্রেমের গল্প।

বিয়ের পর স্বামীকে নিয়ে মেহজাবীন লিখেছেন, ‘একটা ছেলে এসেছিল দেখা করতে; বাঁকা দাঁত, মিষ্টি হাসি। এক শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, সে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়েছিল। মাত্র ১৫ মিনিট আমরা কথা বলি, এরপর সে চলে যায়; যাওয়ার সময় মনে হলো, আমার হৃদয়ের একটা অংশ যেন চলে গেল।


মেহজাবীন আরও লিখেছেন, ‘১৩ বছর পর, আমরা এখানে পৌঁছেছি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, সব সাফল্য একসঙ্গে উদ্‌যাপন করেছি, দুঃসময় পেরিয়ে এসেছি। সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন স্থায়ী হয়; আমরা প্রায় দ্বিগুণ সময় পার করেছি।’

বিয়ের বিষয়ে মেহজাবীন লিখেছেন, ‘২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে, শপথ করেছি হাত হাত রেখে চলব। আদনান আল রাজীব, জীবনের সেরা বন্ধু হিসেবে তোমাকে পছন্দ করেছি



ad728
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ