আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ত্যাগী, জনবান্ধব ও ক্লিন ইমেজের নেতাদের গুরুত্ব দেবে বিএনপি। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে দলীয় নির্দেশনা মেনে যারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, তারা মনোনয়নে এগিয়ে থাকবেন এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা মেনে নির্বাচনের প্রস্তুতির বার্তাও দিয়েছেন তিনি। এজন্য তিনি জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যের ওপর জোর দিয়েছেন। পাশাপাশি দ্রুত সময়ে নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ যে কোন্দল-দ্বন্দ্ব বিরাজ করছে তা, দল ও দেশের স্বার্থে নিরসনে তাগিদ দেওয়া হয়েছে।
এছাড়াও যারা দলকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে সুবিধা নিয়েছেন বা নিচ্ছেন তাদের বিষয়ে সতর্ক করা হয়েছে। আগামী নির্বাচনে বিতর্কিত ও সুবিধাভোগীদের জায়গা হবে না বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেছে বিএনপির হাইকমান্ড। দলের বর্ধিত সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলের বর্ধিত সভার রুদ্ধদ্বার বৈঠকে নেতাকর্মীদের এসব বার্তা দেন তারেক রহমান।
বৈঠকে অংশ নেওয়া নেতারা বলেন, আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে দেখছে বিএনপি। এজন্য বির্তকিত, নিষ্ক্রিয় ও সুবিধাভোগী-হাইব্রিড নেতাদের বিষয়ে বারবার সবাইকে সতর্ক করা হয়েছে। এসব নেতা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পান সেদিকে নজর দেবে বিএনপি। এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করলে জাতীয় নির্বাচনে ভালো ফলাফল আসবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নীতিনির্ধারকরা। এজন্য নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে জনগণের আস্থা অর্জনে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।