সিলেট | বঙ্গাব্দ

চট্টগ্রাম রেলওয়েতে দুদকের অভিযান

  • প্রকাশের তারিখ : 3-মার্চ-2025 ইং
চট্টগ্রাম রেলওয়েতে দুদকের অভিযান ছবির ক্যাপশন: চট্টগ্রাম রেলওয়েতে দুদকের অভিযান

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে বিল-ভাউচার ছাড়া ১০ লাখ টাকার ভুয়া ভ্রমণ বিল আত্মসাতের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুদক। 

রোববার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় তারা রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক ম্যানেজারের কার্যালয় ও অডিট কার্যালয়ের নথিপত্র যাচাই-বাছাই করে দেখেন।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, বিল ভাউচার ছাড়া অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান চালিয়েছে। টিমের সদস্যরা আর্থিক অনিয়মের যাবতীয় নথিপত্র পর্যালোচনা করছেন। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেলের পরিবহন অডিট অধিদপ্তরের অডিটে ভ্রমণ বিলে এ ধরনের অসঙ্গতি ধরা পড়ে। এ ঘটনায় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে (ডিসিও) জানানো হলেও বিল-ভাউচার খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।

গত বছরের ১ ডিসেম্বর ডিসিও বরাবরে অডিট মেমো দিয়ে বিল-ভাউচার ছাড়া ভ্রমণ ব্যয় তোলার বিষয়টি জানানো হয়। অডিট মেমোতে উল্লেখ করা হয়, ২০২৩-২৪ অর্থ বছরে বিল-ভাউচার ছাড়াই ভ্রমণ বিল বাবদ ১০ লাখ ৫৮ হাজার ৮৬৮ টাকা তুলে নেওয়া। এতে সরকারের ১০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা ক্ষতি হয়েছে। 

যদিও চট্টগ্রাম বিভাগের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (ডিএফএ) সুগ্রীব চাকমা বলেন, এটি ভুয়া অভিযোগ। হিসাব বিভাগে এরকম কোনো ঘটনায় ঘটেনি। আমি এরকম কোনো তথ্য পাইনি। হিসাব বিভাগ থেকে এরকম কোনো বিল পাশ হয়নি।


ad728
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ