সিলেট | বঙ্গাব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়

  • প্রকাশের তারিখ : 6-মার্চ-2025 ইং
অনুপ্রবেশে আটক ২ ভারতীয় ছবির ক্যাপশন: অনুপ্রবেশে আটক ২ ভারতীয়

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে কুষ্টিয়া বিজিবি—৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকায় সীমান্ত পিলার ৮৫/১৩—এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন ওই দুই ভারতীয় নাগরিক। এ সময় উপজেলার চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বিশ্বাসপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে আবু সাঈদ (৫৫) ও মৃত শরৎ হালদারের ছেলে কানু হালদার (৫৫)।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৮৫/১৩—এস—সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যাচাই—বাছাই শেষে বিএসএফের অনুরোধের ভিত্তিতে মানবিক বিবেচনায় ওই দুই ভারতীয় নাগরিককে তাঁদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় বিজিবি।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকেছিলেন ওই দুই ভারতীয় নাগরিক। যথাযথ প্রক্রিয়া মেনে তাঁদের ফেরত দেওয়ার মাধ্যমে বিজিবি তার পেশাদারত্ব, মানবিক মূল্যবোধ ও আন্তসীমান্ত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ad728
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ