ঢালিউড অভিনেত্রী পরীমনির ব্যক্তিগত জীবন এখন প্রায়ই শিরোনাম হচ্ছে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছিলেন অভিনেত্রী। এরই মধ্যে তার সঙ্গে সংগীতশিল্পী শেখ সাদীর নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, পরীমনি আবারও প্রেমে পড়েছেন। তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে।
সম্প্রতি ভালোবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করে নতুন প্রেমের চর্চায় জড়িয়ে যান পরীমনি। যেখানে অনুরাগীরা অভিনেত্রীর সেই ভালোবাসার মানুষটিকে তরুণ গায়ক শেখ সাদীকে অনুমান করছেন।
এদিকে শোবিজ অঙ্গনে পরীমনি ও সাদীর প্রেমের গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই চলছে। বিষয়টি নিয়ে যেন আরও আলোচনা বেড়ে চলছে, যেখানে সেই ভালোবাসার মানুষটির সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায় পরীমনিকে। আর তখনই বিষয়টি নিয়ে মন্তব্য করতে দেখা যায় ছোটপর্দার পরিচিত মুখ ও মডেল শ্যামন্তী সৌমীকে।
এই অভিনেত্রী আবার শেখ সাদীর বেশ ঘনিষ্ঠজন। তাই সাদী ও পরীর সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। শ্যামন্তী আদতে পরীমনির সঙ্গে সাদীর এই রসায়নকে প্রেম গুঞ্জন বলেই মনে করছেন। তবে সেটি গুঞ্জন হতো না, যদি সাদী অভিনেত্রী শ্যামন্তীকে কিছু বলতেন এ নিয়ে। তাই অনিশ্চিত হয়ে তেমন কিছু বলতে অপারগতা প্রকাশ করেন শ্যামন্তী।
এর পরও অভিনেত্রী বলেন, শেখ সাদী আর পরীমনির প্রেম চলছে, এ গুঞ্জন আমিও শুনেছি। যদি এ বিষয়ে সাদীর মুখ থেকে কিছু শুনতে পারতাম, যে সে ডেট করছে, তাহলে একটা কথা ছিল। আমি যেহেতু শুনিনি, তাই আমি কিছু বলতে পারছি না।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর ঢালিউড অভিনেত্রী পরীমনি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। এরপর একাকী জীবনে অভিনেত্রী পরীমনি।