ইবিতে ১০৩ আসন খালি রেখেই ক্লাস শুরু


FavIcon
অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিভাগগুলোর নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। তবে, ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ে এখনও ১০৩টি আসন ফাঁকা রয়েছে।

শনিবার (২ নভেম্বর) নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।


এছাড়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিংমুক্ত রাখার জন্য জিরো টলারেন্স নীতি থাকবে। মাইকিং করে র‌্যাগিং-বিরোধী প্রচার-প্রচারণা চালানো হয়েছে। কারো বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তার ছাত্রত্বও বাতিল হতে পারে।


এদিকে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগে মোট আসনসংখ্যা ছিল ২ হাজার ৩৭০টি। এর মধ্যে ২ হাজার ২৬৭ শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন। বর্তমানে ১০৩টি আসন ফাঁকা আছে। যার মধ্যে ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ২৫টি, ‘বি’ অনুষদভুক্ত কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে ৪৫টি এবং ‘সি’ ইউনিটভুক্ত ব্যবসায় প্রশাসন অনুষদে ৩৩টি আসন ফাঁকা আছে।


শূন্য আসনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘শূন্য আসনের বিষয়ে ভর্তি কমিটির মিটিং হয়েছে। গুচ্ছ ভর্তি কমিটির নির্দেশনা পেলে পরবর্তীতে আসনগুলো পূরণ হবে।’