সিলেট | বঙ্গাব্দ

ট্রাকে চাঁদা দাবিকে কেন্দ্র করে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ

  • প্রকাশের তারিখ : 8-মার্চ-2025 ইং
ট্রাকে চাঁদা দাবিকে কেন্দ্র করে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ছবির ক্যাপশন: ট্রাকে চাঁদা দাবিকে কেন্দ্র করে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলুবাহী ট্রাকে চাঁদা দাবি ও  এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৭ মার্চ)  দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ভাটি চকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এ সময় ২০ রাউন্ডের গুলির মতো শব্দ শোনা যায়। আতংক তৈরি করতে প্রায় ৫—৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় কেউ আহত না হলেও আতংক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এ ঘটনার পর আলু পরিবহণ কাজ বন্ধ রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে ইমামপুর ইউনিয়নের করিম খাঁ গ্রামের আব্দুল মালেকের ছেলে রমজান গ্রুপের সঙ্গে হোগলাকান্দির লালু—সৈকত গ্রুপের বিরোধ ছিল। রাজনৈতিক কারণে দীর্ঘদিন রমজান এলাকার বাইরে ছিলেন। 


সম্প্রতি তিনি এলাকায় ফিরে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। চলমান আলু উত্তোলন মৌসুমে ট্রাক্টরে আলু পরিবহণ কাজের কর্তৃত্ব নিয়ে সম্প্রতি দ্বন্দ্বে জড়ায় উভয়পক্ষ। অন্যান্য বছরের মতো এবারো লালু—সৈকত গ্রুপের লোকজন একচ্ছত্রভাবে ট্রাক্টরে আলু পরিবহণের কাজ করতে চাইলে সেখানে বাধা দেন রমজান। এতে আলুবাহী  প্রতি গাড়িতে ৬ হাজার ৫শ টাকা অতিরিক্ত দিতে হয় কৃষককে। 

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে হোগলাকান্দি গ্রাম সংলগ্ন ভাটি চকে কৃষকের জমি থেকে লালু—সৈকত গ্রুপের লোকজন তাদের ট্রাক্টরে আলুর বস্তা লোড করার সময় সেখানে বাধা দেয় রমজানসহ তার গ্রুপের লোকজন। এ সময় আতংক তৈরি করতে প্রথমে প্রায় ৫—৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। 

পরে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে রাত ১২টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ২০ রাউন্ডের মতো গুলিবর্ষণ করা হয়।

করিমখাঁ গ্রামের রমজান মিয়া জানান, শুক্রবার সন্ধ্যার পর আলুবাহী ট্রলি গাড়িচালক ও শ্রমিককে মারধর করেছে লালুবাহিনীর লোকেরা।

খবর পেয়ে করিমখাঁ গ্রামের কৃষক আলু ভর্তি ট্রাকের দিকে এগিয়ে গেলে লালুবাহিনীর লোকেরা ধাওয়া দিলে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়া চলে। একপর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে লালুবাহিনীর লোকেরা।

লালু মিয়া জানান, দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বস্তা প্রতি অতিরিক্ত টাকা চাঁদা দাবি করা হয় এমন ঘটনা সত্য না।

গজারিয়া থানা ওসি আনোয়ার আলম আজাদ জানান, করিমখাঁ গ্রামের আলু মাঠে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হোগলাকান্দির লালুবাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হবে।

ad728
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ