ভেড়ামারায় ফিল্মি স্টাইলে আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের চেয়ার দখলে নিয়েছে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহসভাপতি মিজানুর রহমান মিজান।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে কতিপয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে কলেজের নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ পাওয়া বৈধ অধ্যক্ষ শামসুজ্জামান রঞ্জুকে চেয়ার থেকে জোরপূর্বক উঠিয়ে তিনি চেয়ার দখল করেন।
সূত্র জানায়, একসময় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন ভেড়ামারা আদর্শ কলেজের প্রভাষক মিজানুর রহমান মিজান। পরবর্তীতে আওয়ামী লীগ—জাসদ সরকার গঠন করলে তিনি জাসদে যোগদান করেন। পদ পান চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহসভাপতির।
ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও জাসদের ক্ষমতাকে ব্যবহার করে ২০১৪ সালে আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ার দখলে নেন মিজানুর রহমান। তৎকালীন সময় থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তিনি অধ্যক্ষের চেয়ার দখল করে রাখেন।
৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান। ১৯ আগস্ট বিধিমোতাবেক এবং নিয়মতান্ত্রিকভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন কলেজের সহকারী অধ্যাপক শামসুজ্জামান রঞ্জু।
এ বিষয়ে জাসদ নেতা মিজানুর রহমান মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।