বশেমুরবিপ্রবি শিক্ষকদের সম্প্রীতির পদযাত্রা
অনলাইন ডেস্ক
- প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘সম্প্রীতির শিক্ষক পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সেটি শেষ হয়। পরে সমাবেশ করেন শিক্ষকরা।
নিজেদের ঐক্য বজায় রাখতে ফুলেল শুভেচ্ছা বিনিময়সহ একে অপরকে মিষ্টি মুখও করান তারা।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকদের বিভিন্ন রাজনৈতিক আদর্শ থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে, তবে সেটা যেন আমরা ক্যাম্পাসের বাইরে রেখে আসি। শিক্ষকরা যখন ক্যাম্পাসে প্রবেশ করবেন, তখন তার একটাই পরিচয় শিক্ষক।
বাংলাদেশের নবযাত্রায় অংশ নিতে হলে আমাদের অবশ্যই সকল ভেদাভেদ ভুলে, পরনিন্দা-পরচর্চা-হিংসা থেকে বের হয়ে আসতে হবে।’
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘আজ থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন যাত্রা শুরু হচ্ছে। এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক একটা পরিবারের অংশ। কোনো রাজনীতি, দলবাজি, গ্রুপবাজি নয়।
শিক্ষকদের ধর্ম শিক্ষকতা করা। পাঠদান ও গবেষণা ছাড়াও শিক্ষার্থীরা যাতে মানুষের মতো মানুষ হয়, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, সেটা নিশ্চিত করাই শিক্ষকদের দায়িত্ব।’
পদযাত্রায় সকল অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, বর্তমান ও সাবেক প্রক্টর, হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :