সিলেট | বঙ্গাব্দ

সাইবার হামলার শিকার মাস্কের ‘এক্স’

  • প্রকাশের তারিখ : 11-মার্চ-2025 ইং
সাইবার হামলার শিকার মাস্কের ‘এক্স’ ছবির ক্যাপশন: সাইবার হামলার শিকার মাস্কের ‘এক্স’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টু্ইটার) বিভ্রাট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে প্রায় ১১ হাজার ব্যবহারকারীর ওপর। এ বিভ্রাটের জন্য সাইবার হামলাকে দায়ী করেছেন যোগাযোগ মাধ্যমটির মালিক ইলন মাস্ক। এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।  খবর ডেইলি সাবাহর।


স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) সকাল থেকেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছিলেন না।

পরে বিষয়টি নিয়ে নিজেই এক্সে একটি পোস্ট দেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, ‘এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে (এখনও হচ্ছে)’।  আমাদের ওপর প্রতিদিনই হামলা করা হয়, তবে এবার এটি বড় আকারে হয়েছে।  এতে একটি বৃহৎ, সমন্বিত গোষ্ঠী এবং/অথবা একটি দেশ জড়িত।

ইলন মাস্ক এটিকে সাইবার হামলা দাবি করলেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সময়ও এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে। প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন ইলন মাস্ক।


এদিকে সাইবার নিরাপত্তা বিশষেজ্ঞরা বলেছেন, এক্সের পরিচালন প্রক্রিয়া না দেখে কী ঘটেছে তা বলা কঠিন। তবে সমস্যার স্থায়িত্ব দেখে ধারণা করা হচ্ছে এটি সাইবার হামলা।

ad728
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ