প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের আগমনী বার্তা
প্রকৃতিতে এখন হেমন্তের নতুন সাজ। কার্তিক ও অগ্রহায়ণ মাস পরেই আসবে শীতকাল। সকালে সিলেটের আকাশ ছিলো রোদেলা। বিকেলে ছিলো সাদা মেঘের আনাগোনা। তবে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মহানগরীতে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যা স্থায়ী ছিলো প্রায় ১৫ থেকে ২০ মিনিট। কার্তিকের শেষ সময়ে এমন বৃষ্টি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা পাঁচটার দিকে মহানগরীতে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন শ্রমজীবি মানুষ। নানা কাজে বের হওয়া মানুষজনও পড়েন বৃষ্টি ভোগান্তিতে।
এদিকে শুধু সিলেট মহানগরী নয়, বিভাগের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। ঘন কুয়াশার কারণে সকাল ও রাতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
এরআগে আবহাওয়া অফিস জানিয়েছিলো, মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
© টাইমস সিলেট.কম